Thursday, October 31, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ৭ কলেজ, আলাদা রেজিস্ট্রার



ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রশাসনিক স্থবিরতা দূর করতে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে।

তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আলাদা রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারী থাকবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস-সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়।

তিনি বলেন, তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা–কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সংগঠক আব্দুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।  

তিনি আরও বলেন, আমাদের কেবল প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। উপদেষ্টা আমাদের একটি পথ দেখাতে চেয়েছেন। তিনি বলেছেন, তোমরা এ পথে আসতে পারো, আসলে এরকম হবে। এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাত কলেজের জন্য কোনো প্রশাসনিক ভবন হবে না, হতে দেব না!

২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত সাতটি সরকারি কলেজের সিলেবাস প্রণয়ন, ভর্তি কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অধিভুক্তির ফলে গত কয়েক বছরে নানা সংকটের কারণে সুফলের বদলে বারবার ভোগান্তির শিকার হয়েছেন তারা। তাই কয়েকদিন থেকে সাত কলেজ নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্মের দাবিতে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন।

এর আগেও একাধিকবার বিভিন্ন মহল থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার আন্দোলন হয়। তবে সেসব আন্দোলনে কোনো সমাধান হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।







 

গণহত্যাকারী হাসিনা ও আ. লীগের কোনো ক্ষমা নেই: ফখরুল


 ঢাকা: স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে অভিযোগ করে বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার কোনো ক্ষমা হতে পারে না। এই জায়গায় আমাদের খুব শক্তভাবে থাকতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন ডামাডোলে আমরা যেন ভুলে না যাই, স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণহত্যা করেছে। এখানে কোনো ক্ষমা নেই, গণহত্যার কোনো ক্ষমা হতে পারে না। ওই জায়গাতে আমাদের খুব শক্তভাবে থাকতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রথম যে দলটি দাঁড়িয়েছিল সেটি হলো জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। প্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হলেন আ স ম আব্দুর রব।  

রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের কথা অনস্বীকার্য বলায় জেএসডিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত দিয়ে ফখরুল বলেন, বর্তমান সময়টা খুব সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। ধৈর্য্য ধরে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে একটাই দায়িত্ব দিয়েছি, ভয়াবহ যে জঞ্জাল সেটা দূর করে অর্থবহ একটা নির্বাচনের ব্যবস্থা করার। রাষ্ট্র সংস্কারের দফা আমরা ৩১ দফায় দিয়েছি। জোর করে চাপিয়ে দেওয়া কোনো সংস্কার টেকসই হয় না। জনগণের যদি কোনো সমর্থন না থাকে, তবে সে সংস্কার কোনোভাবেই সাস্টেইনেবল হয় না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়, এটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী। ১৯৪৭ পর থেকে অর্থাৎ পাকিস্তান আমল থেকে এদেশে কোনোদিন গণতন্ত্রের চর্চা হয়নি।

তিনি আরও বলেন, আস্থার জায়গা থেকে বলতে পারি, ড. ইউনূসের সরকার সফল হবে। তিনি সমাদৃত। সচেতন হয়ে আপনারা (উপদেষ্টারা) কাজ কাজ করবেন। আমরা চিন্তিত তখনই হই, আমাদের তখনই খটকা লাগে, উদ্বিগ্ন হই, যখন সরকারে থাকা উপদেষ্টারা এমন কোনো কথা (বিভ্রান্তিমূলক) বলেন। এমন কোনো কিছু বলবেন না, এমন কাজ করবেন না যেটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।  

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকারে উপদেষ্টা বলেছেন যে, চার বছর নির্বাচিত সরকারের মেয়াদ হতে পারে; এসব কথা তার বলার কথা নয়। তারা তো কমিশন গঠন করেছেন, সেই কমিশন প্রস্তাব দেবে, জনগণ গ্রহণ করবে। তারপর না হয় সেটি চার বছর না পাঁচ বছর, সিদ্ধান্ত হবে। এমন কাজ তো হাসিনাও করতেন, কোনো কিছু তিনি ৪-৫ বছর আগেই বলতেন। এমন কোনো কথা কখনো আপনাদের সঠিক পথে নিয়ে যাবে না।  

তিনি বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জনগণকে কেউ উপস্থাপন করতে পারে না। নির্বাচন তাড়াতাড়ি হলেই রাষ্ট্র সংস্কার কাজ তাড়াতাড়ি করা যায়। ফাঁক থাকলেই স্বৈরাচারের দোসররা, যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বিপ্লবের সমস্ত কিছুকে ধ্বংস করতে, বিপ্লবকে ব্যর্থ করতে; তারা সুযোগ পেয়ে যায় এবং পাচ্ছে।

বাজারের অবস্থা খুব ভালো নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের দাম চড়া। এ বিষয়ে আমাদের সবার কথা বলা দরকার। সব সিন্ডিকেট ভাঙতে হবে। সবাই মিলে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। দেশকে একবারে ফোকলা করেছে আওয়ামী লীগ সরকার।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪

সাবিনাদের কোটি টাকা পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়


 সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বাফুফে ভবনে এমনটা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছি। ’

'বিসিবিও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নেপালের স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের সামনে সাহসীভাবে একটি বিজয় তারা বাংলাদেশকে এনে দিয়েছে। এজন্য আবারও তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশবাসী তাদের যেভাবে বরণ করেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। '

এদিকে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।   আজ দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪