Friday, November 1, 2024

আইনজীবীর ওপর হামলা এবং আদালত ঘিরে আরো যত উদ্বেগ

 

আদালত প্রাঙ্গনে হামলার শিকার মোরশেদ হোসেন শাহীন


ঢাকার সিএমএম আদালতে দলীয় পরিচয়, নাম-ডাকহীন একজন উকিল মোরশেদ হোসেন শাহীন এখন পরিচিতি আসামী পক্ষের আইনজীবী হিসেবে। ৫ই আগস্ট পরবর্তী আটক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টাসহ অনেকের পক্ষে যখন আদালতে কেউ ছিলেন না তখন আসামীদের পক্ষের আইনজীবী হিসেবে আবির্ভূত হন মি. শাহীন।


সম্প্রতি সম্প্রতি আদালত চত্তরে সায়েদুল হক সুমনকে (ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত) হাজির করার পর শুনানী শেষে মিডিয়ায় ব্রিফ করার সময় মারধরের শিকার হন তিনি। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার অভিযোগও করলেন মোরশেদ হোসেন।


“তাদের প্রায় ৫৭ জনের আইনজীবী হিসেবে যেহেতু লড়াই করতেছি যে কারণে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাকে হামলাও করা হয়েছে। বিভিন্ন হুমকিও দেয়া হচ্ছে। সেই হিসেবে আমি মনে করি নিরাপত্তাহীনতায় আছি।”


বর্তমানে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব নগন্য সংখ্যক কোর্টে আসছেন। দলীয় পরিচয় এবং বিগত ১৫ বছরে তাদের ভূমিকার পর ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতে অনেকেই আদালতমুখী হচ্ছেন না। আওয়ামীপন্থী বা দলটির সমর্থক আইনজীবীদের কথায় আসামী পক্ষের মামলা পরিচালনা করতে গিয়ে গ্রেপ্তার হুমকির এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

No comments:

Post a Comment