Friday, November 1, 2024

মোহাম্মদপুরের মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রেপ্তার


ঢাকা: রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গ্রুপের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  


শুক্রবার (১ নভেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলার কোতয়ালী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯।  


সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯।


শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের নামে একাধিক মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
 

No comments:

Post a Comment