Thursday, December 12, 2024

Digital Marketing Services

 Are you looking for help with digital marketing strategies, hiring a digital marketer, or promoting your services as a digital marketer? Let me know how I can assist! Here are some common areas of focus for digital marketers:


Digital Marketing Services Overview

  1. Social Media Marketing (SMM):

    • Managing Facebook, Instagram, LinkedIn, Twitter, or TikTok campaigns.
    • Creating engaging content and running ads to boost traffic and sales.
  2. Search Engine Optimization (SEO):

    • Improving website visibility on Google.
    • Keyword research, on-page SEO, and technical fixes.
  3. Pay-Per-Click Advertising (PPC):

    • Google Ads, Bing Ads, and display campaigns.
    • Targeting the right audience with optimized ad copy.
  4. Content Marketing:

    • Writing blogs, articles, and eBooks.
    • Building thought leadership and driving organic traffic.
  5. Email Marketing:

    • Crafting automated email sequences for engagement and conversions.
    • Managing newsletters and promotional campaigns.
  6. Analytics & Reporting:

    • Tracking key performance indicators (KPIs).
    • Using tools like Google Analytics, SEMrush, or HubSpot to refine campaigns.

If you’re a digital marketer, I can help you with:

  • Crafting a professional portfolio or service page.
  • Writing effective client outreach templates.
  • Optimizing pricing packages for your services.

If you’re hiring a digital marketer, I can assist with:

  • Writing job descriptions.
  • Defining KPIs and performance metrics.

Friday, November 1, 2024

আলু-পেঁয়াজের সঙ্গে বেড়েছে মুরগির দাম


 

ঢাকা: শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। এ কারণে সবজির বাজারে স্বস্তি ফিরছে।


সপ্তাহ ব্যবধানে বাড়েনি সবজির দাম, বাজার অনেকটাই স্থিতিশীল বলা চলে।

তবে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ, আলু ও সোনালি মুরগির দাম বেড়েছে।



কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা কমে প্রকারভেদে ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে মিলেছে এসব তথ্য।


 

রাজধানীর এসব বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। ৬০ টাকা কমে শিমের কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।



এসব বাজারে প্রতি কেজি কচুরমুখী ৮০ টাকা, বেগুন কেজিতে ২০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা ও কাঁকরোল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

পটলের কেজি ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি ৪০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।


ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, প্রতি কেজি পাকা টমেটো প্রকারভেদে ১৬০ থেকে ১৮০ টাকা, গাজর ১৬০ টাকা, মুলা ৬০ টাকা। বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতার কেজি ৩০০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৬০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।


বাজারগুলোতে লাল শাকের আঁটি ২০ টাকা, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।  


বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, আদা ২৮০ টাকা, রসুন ২২০ টাকা, নতুন আলু ১২০ টাকা, বগুড়ার আলু ১০০ টাকা ও পুরোনো আলু কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।


গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিডের কেজি ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা, লেয়ার লাল মুরগি ৩১০ টাকা ও সাদা লেয়ার ২৯০ টাকা।  


এসব বাজারে গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংসের কেজি এক হাজার ১৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা।  


বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। হাঁসের ডিম ২৩০ টাকা। দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।


গত সপ্তাহের মতো এ সপ্তাহেও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। চাষের শিংয়ের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৪৫০ টাকা, রুইয়ের দাম কেজিতে বেড়ে (আকারভেদে) ৩৮০ থেকে ৫০০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩২০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৫০০ থেকে ৮০০ টাকা, কাতল ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫৫০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা এক হাজার ২০০ টাকা, বাইম এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা, দেশি কই এক হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৮০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


এসব বাজারে পাঁচ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৪০ টাকা, মিনিকেট চাল ৭৫ থেকে ৭৮ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুরের মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রেপ্তার


ঢাকা: রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গ্রুপের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  


শুক্রবার (১ নভেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলার কোতয়ালী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯।  


সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯।


শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের নামে একাধিক মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
 

শনিবার থেকে সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা

 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সদস্য সচিব সারজিস আলম

ঢাকা: স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে শনিবার (২ নভেম্বর) কাজ শুরু করবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচির অধীনে প্রতি সপ্তাহে ২০০ পরিবারে সহায়তা পৌঁছে দেওয়া হবে।


 

শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদস্য সচিব সারজিস আলম।


তিনি বলেন, আগামীকাল শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের মিলনায়তনে ঢাকা বিভাগের শহীদদের পরিবারের কাছে প্রথম এই অর্থ তুলে দেওয়া হবে।


 

সারজিস আরও বলেন, ঢাকার সব শহীদ পরিবার কাল আসবে না। কাল যাদের অর্থ সহায়তা দেওয়া হবে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।  


সারজিস বলেন, আমরা আগামীকাল ২০০ পরিবারের মাঝে সহায়তা দেব।


সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে টাকা দেওয়া হবে। প্রতি ভাগে ৫০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। যেন কেউ এসে বিকেল পর্যন্ত বসে থাকতে না হয়। এজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে।  

তিনি বলেন, আমরা প্রথম ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। ঢাকায় শহীদের সংখ্যা দুইশর বেশি। তাদের দেওয়ার পর আট বিভাগে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।


শহীদ পরিবার পাবে ৫ লাখ

প্রতিটি শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।  


এছাড়া আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। তবে মেডিকেল টিমের মত অনুযায়ী, ৫০ হাজার টাকাও দেওয়া হচ্ছে অনেককে।


তিনি আরও বলেন, আহতদের সহায়তা বিকাশের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। পরিমাণ বেশি হলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে কারও জরুরি সহযোগিতা প্রয়োজন হলে হেল্পলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিন দিনের মধ্যে সহযোগিতা পৌঁছে দেব।


২৪ হাজারের বেশি আহত ও এক হাজার ৬০০-এর বেশি শহীদের তালিকা রয়েছে। তথ্যগুলো যাচাই করে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা করা হবে বলে জানান তিনি।  


ডিসেম্বরের মধ্যেই সকল পরিবারের কাছে সহায়তা পৌঁছে যাওয়ার আশা প্রকাশ করেন সারজিস।  


এই সহায়তার পর পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর আমাদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। যারা আর কখনো কর্মক্ষেত্রে ফিরতে পারবেন না, তাদের দীর্ঘ সময়জুড়ে কোনো সম্মানী দেওয়া যায় কি না, এটিও বিবেচনা করা হচ্ছে।  


তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের তালিকাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে যেন প্রশ্ন না ওঠে, এজন্য আমরা যাচাই-বাছাই করছি। নয় জনের একটি দল ভেরিফিকেশনের কাজ করছে।  


ইতোমধ্যে ৮০০-এর অধিক শহীদের তালিকা চূড়ান্ত করা গেছে। তাদের নিয়ে আপাতত কার্যক্রম শুরু করা হচ্ছে বলেও জানান সারজিস।

কেউ ভয় পাবেন না, শনিবারের কর্মসূচি চালু থাকবে: জি এম কাদের


 

জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জি এম কাদের।

জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জি এম কাদের।

জীবন যায় যাক, তবু যে অন্যায় ও বৈষম্য হচ্ছে, তার প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও আগামীকাল শনিবার কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশ করবে।


আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এ ঘোষণা দেন। এ সময় তিনি ২০০৮ সালের নবম সংসদ থেকে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরেন।


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে প্রথমে হামলা ও পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় পার্টি বলেছে, ওই সময় নেতা-কর্মীরা শনিবারের সমাবেশের প্রস্তুতি সভা করছিলেন।


গত রাতের ঘটনার উল্লেখ করে জি এম কাদের এর নিন্দা জানান। তিনি বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন।...আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই। মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করো। মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি।’

আইনজীবীর ওপর হামলা এবং আদালত ঘিরে আরো যত উদ্বেগ

 

আদালত প্রাঙ্গনে হামলার শিকার মোরশেদ হোসেন শাহীন


ঢাকার সিএমএম আদালতে দলীয় পরিচয়, নাম-ডাকহীন একজন উকিল মোরশেদ হোসেন শাহীন এখন পরিচিতি আসামী পক্ষের আইনজীবী হিসেবে। ৫ই আগস্ট পরবর্তী আটক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টাসহ অনেকের পক্ষে যখন আদালতে কেউ ছিলেন না তখন আসামীদের পক্ষের আইনজীবী হিসেবে আবির্ভূত হন মি. শাহীন।


সম্প্রতি সম্প্রতি আদালত চত্তরে সায়েদুল হক সুমনকে (ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত) হাজির করার পর শুনানী শেষে মিডিয়ায় ব্রিফ করার সময় মারধরের শিকার হন তিনি। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার অভিযোগও করলেন মোরশেদ হোসেন।


“তাদের প্রায় ৫৭ জনের আইনজীবী হিসেবে যেহেতু লড়াই করতেছি যে কারণে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাকে হামলাও করা হয়েছে। বিভিন্ন হুমকিও দেয়া হচ্ছে। সেই হিসেবে আমি মনে করি নিরাপত্তাহীনতায় আছি।”


বর্তমানে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব নগন্য সংখ্যক কোর্টে আসছেন। দলীয় পরিচয় এবং বিগত ১৫ বছরে তাদের ভূমিকার পর ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতে অনেকেই আদালতমুখী হচ্ছেন না। আওয়ামীপন্থী বা দলটির সমর্থক আইনজীবীদের কথায় আসামী পক্ষের মামলা পরিচালনা করতে গিয়ে গ্রেপ্তার হুমকির এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

Thursday, October 31, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ৭ কলেজ, আলাদা রেজিস্ট্রার



ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রশাসনিক স্থবিরতা দূর করতে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে।

তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আলাদা রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারী থাকবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস-সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়।

তিনি বলেন, তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা–কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সংগঠক আব্দুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।  

তিনি আরও বলেন, আমাদের কেবল প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। উপদেষ্টা আমাদের একটি পথ দেখাতে চেয়েছেন। তিনি বলেছেন, তোমরা এ পথে আসতে পারো, আসলে এরকম হবে। এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাত কলেজের জন্য কোনো প্রশাসনিক ভবন হবে না, হতে দেব না!

২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত সাতটি সরকারি কলেজের সিলেবাস প্রণয়ন, ভর্তি কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অধিভুক্তির ফলে গত কয়েক বছরে নানা সংকটের কারণে সুফলের বদলে বারবার ভোগান্তির শিকার হয়েছেন তারা। তাই কয়েকদিন থেকে সাত কলেজ নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্মের দাবিতে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন।

এর আগেও একাধিকবার বিভিন্ন মহল থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার আন্দোলন হয়। তবে সেসব আন্দোলনে কোনো সমাধান হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।







 

গণহত্যাকারী হাসিনা ও আ. লীগের কোনো ক্ষমা নেই: ফখরুল


 ঢাকা: স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে অভিযোগ করে বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার কোনো ক্ষমা হতে পারে না। এই জায়গায় আমাদের খুব শক্তভাবে থাকতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন ডামাডোলে আমরা যেন ভুলে না যাই, স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণহত্যা করেছে। এখানে কোনো ক্ষমা নেই, গণহত্যার কোনো ক্ষমা হতে পারে না। ওই জায়গাতে আমাদের খুব শক্তভাবে থাকতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রথম যে দলটি দাঁড়িয়েছিল সেটি হলো জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। প্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হলেন আ স ম আব্দুর রব।  

রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের কথা অনস্বীকার্য বলায় জেএসডিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত দিয়ে ফখরুল বলেন, বর্তমান সময়টা খুব সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। ধৈর্য্য ধরে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে একটাই দায়িত্ব দিয়েছি, ভয়াবহ যে জঞ্জাল সেটা দূর করে অর্থবহ একটা নির্বাচনের ব্যবস্থা করার। রাষ্ট্র সংস্কারের দফা আমরা ৩১ দফায় দিয়েছি। জোর করে চাপিয়ে দেওয়া কোনো সংস্কার টেকসই হয় না। জনগণের যদি কোনো সমর্থন না থাকে, তবে সে সংস্কার কোনোভাবেই সাস্টেইনেবল হয় না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়, এটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী। ১৯৪৭ পর থেকে অর্থাৎ পাকিস্তান আমল থেকে এদেশে কোনোদিন গণতন্ত্রের চর্চা হয়নি।

তিনি আরও বলেন, আস্থার জায়গা থেকে বলতে পারি, ড. ইউনূসের সরকার সফল হবে। তিনি সমাদৃত। সচেতন হয়ে আপনারা (উপদেষ্টারা) কাজ কাজ করবেন। আমরা চিন্তিত তখনই হই, আমাদের তখনই খটকা লাগে, উদ্বিগ্ন হই, যখন সরকারে থাকা উপদেষ্টারা এমন কোনো কথা (বিভ্রান্তিমূলক) বলেন। এমন কোনো কিছু বলবেন না, এমন কাজ করবেন না যেটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।  

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকারে উপদেষ্টা বলেছেন যে, চার বছর নির্বাচিত সরকারের মেয়াদ হতে পারে; এসব কথা তার বলার কথা নয়। তারা তো কমিশন গঠন করেছেন, সেই কমিশন প্রস্তাব দেবে, জনগণ গ্রহণ করবে। তারপর না হয় সেটি চার বছর না পাঁচ বছর, সিদ্ধান্ত হবে। এমন কাজ তো হাসিনাও করতেন, কোনো কিছু তিনি ৪-৫ বছর আগেই বলতেন। এমন কোনো কথা কখনো আপনাদের সঠিক পথে নিয়ে যাবে না।  

তিনি বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জনগণকে কেউ উপস্থাপন করতে পারে না। নির্বাচন তাড়াতাড়ি হলেই রাষ্ট্র সংস্কার কাজ তাড়াতাড়ি করা যায়। ফাঁক থাকলেই স্বৈরাচারের দোসররা, যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বিপ্লবের সমস্ত কিছুকে ধ্বংস করতে, বিপ্লবকে ব্যর্থ করতে; তারা সুযোগ পেয়ে যায় এবং পাচ্ছে।

বাজারের অবস্থা খুব ভালো নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের দাম চড়া। এ বিষয়ে আমাদের সবার কথা বলা দরকার। সব সিন্ডিকেট ভাঙতে হবে। সবাই মিলে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। দেশকে একবারে ফোকলা করেছে আওয়ামী লীগ সরকার।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪

সাবিনাদের কোটি টাকা পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়


 সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বাফুফে ভবনে এমনটা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছি। ’

'বিসিবিও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নেপালের স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের সামনে সাহসীভাবে একটি বিজয় তারা বাংলাদেশকে এনে দিয়েছে। এজন্য আবারও তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশবাসী তাদের যেভাবে বরণ করেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। '

এদিকে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।   আজ দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪